চোরের দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পুলিশই চোরের হদিশ পেতে সাধারণ মানুষের সাহায্যপ্রার্থী হল। দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বাইক চুরির ঘটনা ক্রমে বাড়তে থাকায় চোরের হদিশ পেতে দুর্গাপুর থানার পুলিশ পোস্টার দিল।
দুর্গাপুরের ব্যস্ততম বাজার এলাকা নাচন রোডের বিভিন্ন দোকানের দেওয়ালে প্রান্তিকা ফাঁড়ির ইনচার্জের ফোন নম্বর দিয়ে চোরের ছবি সম্বলিত রঙিন পোস্টার দেওয়া হয়েছে। পথচলতি মানুষ, বাইক চালক ও ব্যবসায়িরা পুলিশের এই পোস্টার দেখে সর্তক হলেও পুলিশের এই পোস্টারকে ঘিরে নানা মহলে নানা প্রশ্ন উঠছে। অনেকে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানালেও অনেকে আবার পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছেন।
দুর্গাপুর শিল্পাঞ্চলে গত কয়েক বছরে মোবাইল ও বাইক চুরি লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ কোন কোন ক্ষেত্রে চুরির কিনারা করতে পারলেও অনেক ক্ষেত্রেই বাইক ও মোবাইল উদ্ধার করতে ব্যর্থ হচ্ছে। এতে সাধারণ মানুষ হতাশ। বাইক চোরের ছবি সম্বলিত পোস্টার দেখে মানুষ সর্তক হবেন এবং চোরের হদিশ পেলে তাকে পাকড়াও করা সম্ভব হবে বলে পুলিশের আশা।