.

শুক্রবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত সুভাষপল্লী এলাকায় ভাইয়ের হাতে দিদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বেবি উপাধ্যায় নামে মহিলার বুকে ও পিঠে গুলি লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ গতকাল বেবি উপাধ্যায়ের বড় ছেলেকে গ্রেফতার করে। এরপর তাকে জেরা করে মূল অভিযুক্ত বেবীদেবীর ভাই আরজু উপাধ্যায়কে গ্রেফতার করে আজ দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই মহিলা তাঁর প্রথম পক্ষের স্বামী মারা যাওয়ার পর তাঁর ছেলেরই বন্ধুকে বিয়ে করে। তা মেনে নিতে পারেনি ছেলে ও ভাই আরজু উপাধ্যায়। এই নিয়েই পারিবারিক সমস্যা চলছিল। আর সেই কারণেই গুলি করা হয়েছে বলে মনে করছে পুলিশ।

Like Us On Facebook