.
বেশকিছু দিন ধরেই রাজ্যে করোনা টিকার ঠিকমতো সরবরাহ নেই। এখন প্রথম ডোজ অমিল, দ্বিতীয় ডোজ পাওয়া যাচ্ছিল। সেই ভোগান্তির মধ্যেই এবার বৃহস্পতিবার থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে কোভিড ভ্যাকসিনের অভাবে দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ হয়ে গেল। চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। সরবরাহ না থাকায় বিপত্তি বলে জানিয়েছেন মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। এরই মধ্যে হাসপাতালে আসা সাধারণ মানুষের অভিযোগ, না আছে কোনো নোটিশ বোর্ড, না আছে কোনো ঘোষণা। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে এখন বলছে ভ্যাকসিন নেই, ক্ষোভে ফেটে পড়লেন এক ভোট কর্মীও। অভিযোগ, পাঁচ দিন ধরে ঘুরে গেলেও আজ নয় কাল নয় করে প্রতিদিন ঘুরিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, অথচ দ্বিতীয় ডোজের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে গোটা ঘটনায় এখন চরম ভোগান্তির শিকার দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসা সাধারণ মানুষ। দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর দীপেন মাজি মানুষের হয়রানির কথা স্বীকার করে নিয়ে বলেন, ‘ভ্যাকসিন না আসায় এই বিপত্তি। মানুষের ক্ষোভ বাড়ছে। বিশেষ করে যাদের দ্বিতীয় ডোজ দেওয়ার সময় পার হয়ে যাচ্ছে তাঁদের মধ্যে ক্ষোভ বাড়ছে।’