আংশিক লকডাউনের সরকারি নির্দেশ অমান্য করে নির্দিষ্ট সময়ের পরেও দোকান-বাজার খোলা রাখায় দুর্গাপুরের বেনাচিতি বাজারে পুলিশ ১৩ জন দোকানদারকে আটক করল। মঙ্গলবার সকাল ১০টার পর বেশ কিছু অত্যাবশকীয় নয় এমন দোকান খোলা রাখায় দুর্গাপুরের প্রান্তিকা ফাঁড়ির পুলিশ ধড়পাকড় করে আটক করে থানায় নিয়ে যায় দোকানদারদের। জানা গেছে, মোট ১৩ জনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় এদিন। এই ঘটনায় অত্যাবশকীয় নয় এমন অন্যান্য দোকানগুলি তড়িঘড়ি দোকানের শাটার বন্ধ করে দিয়ে চম্পট দেয়।

১ মে থেকে রাজ্য সরকার করোনা মোকাবিলায় ভিড় এড়াতে রাজ্যের সমস্ত বাজার দোকান খোলার নির্দিষ্ট সময় বেঁধে দেয়। সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত দোকান খুলে রাখার নির্দেশ দেয়। কেবলমাত্র মুদিখানার দোকান, ওষুধের দোকান, বৈদ্যুতিক সরঞ্জামের দোকান ও দুধের দোকান এই নিয়মের বাইরে রাখা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে দুর্গাপুরের বিভিন্ন বাজারে সকাল ৭ টা থেকে দোকান খুলে কেউ সারাদিন কেউ সকাল ১০ টার পরও বেলা গড়িয়ে দুপুর পর্যন্ত খুলে রাখছে। ফলে বাজারে ক্রেতাদের ভিড় বাড়ছে।

এদিকে, দুর্গাপুরের বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালের বেড পাওয়া যাচ্ছে না। চুড়ান্ত দুর্ভোগে পড়ছেন করোনা আক্রান্ত রোগীদের পরিবারের লোকজন। স্বাভাবিক ভাবেই আংশিক লকডাউন মেনে বাড়ির বাইরে বের হতে নিষেধ করেছেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। পুলিশ মানুষকে সামলাতে হিমসিম খাচ্ছে। এরমধ্যে স্বাস্থ্য বিধি শিকেয় তুলে বেশকিছু দোকানদার সরকারি নির্দেশ অমান্য করে নির্দিষ্ট সময়ের পরেও বাজার হাট খোলা রেখে বিক্রিবাটা করছে। মঙ্গলবার সকালে দুর্গাপুরের প্রান্তিকা ফাঁড়ির পুলিশ বেনাচিতি বাজারে বিশেষ অভিযান চালিয়ে অত্যাবশ্যকীয়‌ নয় এমন দোকানগুলিকে বন্ধ করে দেয়।

Like Us On Facebook