করোনা আক্রান্ত হলেন দুর্গাপুর পুরসভার মেয়র সহ দুই মেয়র পারিষদ। বিধানসভা নির্বাচনের সময় দলীয় প্রচারে সকলেই অংশ নিয়েছিলেন। বিভিন্ন জনসভা, পথসভা করতে হয়েছে এবং বিভিন্ন দলীয় কর্মীদের সংস্পর্শে আসতে হয়। অনুমান সেখান থেকেই সংক্রমিত হয়েছেন দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্থি , শিক্ষা দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী এবং জল দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ পবিত্র চট্টোপাধ্যায়।

জানা গেছে, মেয়র দিলীপ অগস্থি এবং অঙ্কিতা চৌধুরী কোভিড টেস্টের রিপোর্ট হাতে পাবার পর হোম আইসোলেশনে রয়েছেন। কিন্তু জল দফতরের মেয়র পারিষদ পবিত্র চট্টোপাধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সকলেই ভালো আছেন বলে তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে, দুর্গাপুরের সরকারি কোভিড হাসপাতাল সনাকা হাসপাতালে মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যুর হয়েছে। করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ১৭ জন এবং চিকিৎসাধীন ১১২ জন। তার মধ্যে অক্সিজেন সাপোর্টে রয়েছেন ৫৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। জানা গেছে, দুর্গাপুর মহকুমা আদালতের একজন আইনজীবীর মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে।

Like Us On Facebook