আজ পূর্ব বর্ধমানের ভোট গ্রহণ পর্ব ছিল। পূর্ব বর্ধমান জেলার গলসি বিধানসভা কেন্দ্রের বেশ কিছুটা অংশ দুর্গাপুরের কাঁকসার অন্তর্ভুক্ত। স্বাভাবিক ভাবেই কড়া নজরদারি চলছিল গোটা এলাকায়। বর্ধমান-বীরভূম বর্ডার এলাকায় নাকা চেকিংও চলছিল।

বৃহস্পতিবার কাঁকসার শিবপুরে বীরভূম থেকে বর্ধমান জেলায় ঢোকার মুখে অজয় নদের পাড়ে শিবপুর-মুচিপাড়া সড়কে নাকা চেকিং চলার সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। কি কারণে বীরভূম থেকে পশ্চিম বর্ধমানে ওই টাকা নিয়ে আসা হচ্ছিল তার সঠিক কারণ জানা যায়নি। পিক আপ ভ্যানসহ ১ ব্যক্তিকে আটক করেছে কাঁকসা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আটক হওয়া ওই ব্যক্তি পশ্চিম মেদিনীপুরের বিনপুর এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Like Us On Facebook