দুর্গাপুরের ৪ নং ওয়ার্ডের অন্তর্গত ভারতী রোডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় রাতের অন্ধকারে তছনছ করে দেয় দুষ্কৃতিরা। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কে বা কারা এই তান্ডব চালিয়েছে সেই বিষয়ে অন্ধকারে সকলেই। জানা গেছে, দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদারের প্রচারের জন্য এই দলীয় কার্যালয়টি দলীয় পতাকা-ফেস্টুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। বুধবার রাতে দুষ্কৃতিদের তান্ডবে সব লন্ডভন্ড হয়ে যায়।
দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদারের নির্বাচনী এজেন্ট বিশিষ্ট আইনজীবী কল্লোল ঘোষের অভিযোগ, বিজেপি নেতৃত্ব পরিকল্পিত ভাবে এলাকা অশান্ত করে তুলতে বহিরাগত দুষ্কৃতি আমদানি করে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর করেছে। কল্লোল ঘোষ বলেন, ‘পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন করেছি এলাকায় বহিরাগত দুষ্কৃতি আমাদানি বন্ধ করা হোক। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিক। নচেৎ পুলিশ প্রশাসন না পারলে আমরা সঙ্ঘবদ্ধ ভাবে রাজনৈতিক উপায়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।’ এই বিষয়ে বিজেপির দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী দিপ্তাংশু চৌধুরী পাল্টা অভিযোগ করে বলেন, ‘তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে পার্টি অফিস ভাঙচুর হয়েছে। এর সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই।’