বুধবার থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের সপ্তম দফা ভোট গ্রহণ পর্বের মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হল দুর্গাপুরে। দুর্গাপুর মহকুমা কার্যালয়ে মহকুমা রিটার্নিং অফিসার অর্ঘ প্রসূন কাজী হাতে এদিন এসইউসিআই-এর দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সোমনাথ বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়ন পত্র দাখিল করার আগে ইউইউসিআই কর্মীরা প্রার্থীকে নিয়ে মিছিল করে মহকুমা কার্যালয়ের সামনে আসেন। এদিন কেবলমাত্র ইউইউসিআই প্রার্থী সোমনাথ বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দেন বলে জানা গেছে।
জানা গেছে, সপ্তম দফার ভোটের জন্য ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত দুর্গাপুর মহকুমার বিভিন্ন কেন্দ্রের মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ৮ তারিখে মনোনয়নপত্র স্ক্রুটনি হবে। এবং ১২ তারিখে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। মনোনয়ন পত্র জমা উপলক্ষে দুর্গাপুর মহকুমা কার্যালয় কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়। জানা গেছে, দুর্গাপুর পূর্ব কেন্দ্রে যুগল কিশোর পাখিরা এবং পান্ডবেশ্বরে ভোনা গোস্বামী এসইউসিআই-এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। পশ্চিম বর্ধমান জেলার ৯টি আসনের মধ্যে ৫ টিতে এসইউসিআই প্রার্থী দিচ্ছে বলে জানা গেছে।