করোনা আতঙ্ক দূরে সরিয়ে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুরের সিটি সেন্টারে চতুরঙ্গ ময়দানে দোল উৎসব পালন করল সেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। গীতাঞ্জলি নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই আয়োজন করা হয়। প্রভাতফেরি ও নাচ-গানের অনুষ্ঠানের পরে দোল উৎসবে মাতেন স্থানীয়রা।

অপরদিকে উখরায় সাড়ম্বরে পালিত হল রং-এর উৎসব দোল। কিন্তু করোনা আবহে রঙের বদলে ফুল দিয়ে দোল উৎসব পালন করল ‘কোলফিল্ড সিটিজেন ফোরাম’ নামের একটি সংগঠন। রবিবার সংগঠনের উদ্যোগে উখরায় আয়োজিত হল রং-বিহীন অভিনব দোল উৎসব। রং এর পরিবর্তে উৎসবে ব্যবহার করা হল ফুল। রং-আবীরের জায়গায় একে অপরের দিকে ফুলের পাপড়ি ছুড়ে হল দোল খেলা। এদিন উৎসবের সূচনা হয় প্রভাতফেরির মাধ্যমে। উখরার মহন্তস্থল থেকে গোপীনাথজিউর মন্দির হয়ে প্রভাতফেরি শেষ হয় চাঁদনী বাড়ি দুর্গা মন্দিরে। শোভাযাত্রায় হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সর্বধর্মের মানুষজনের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সংস্থার পক্ষে সুমিত বন্দ্যোপাধ্যায় জানান, করোনার প্রকোপ ফের মাথাচাড়া দিয়েছে। তাই সংক্রমণ এড়াতে রংয়ের পরিবর্তে ফুল দিয়ে দোল উৎসব পালন করা হয়। উৎসবে সামিল হওয়া সকলকে দেওয়া হয় স্যানিটাইজার ও মাস্ক।

এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কাঁকসা হাটতলা ফুটবল ময়দানে বসন্ত উৎসব পালিত হল। কাঁকসা সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে শান্তিনিকেতনের বসন্ত উৎসবের আদলে এলাকার ছোট ছোট শিশুদের নিয়ে এদিন বসন্ত উৎসব পালিত হয়। রবীন্দ্রসংগীতের গানের তালে নৃত্য পরিবেশনের পাশাপাশি নানান রঙের আবির নিয়ে বসন্ত উৎসবে মেতে ওঠেন এলাকার যুবক-যুবতীরা।


Like Us On Facebook