প্রার্থী নিয়ে দলীয় কর্মীদের ক্ষোভ প্রশমিত করতে এবার আসরে নামলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। শনিবার দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপির দুই প্রার্থী কর্ণেল দিপ্তাংশু চৌধুরী ও জেলা সভাপতি লক্ষণ ঘড়ুইকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী কর্ণেল দিপ্তাংশু চৌধুরীকে নিয়ে দলীয় কর্মীদের আর কোন ক্ষোভ নেই বলে ঘোষণা করেন।
সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, ‘প্রার্থী তালিকা ঘোষণার পর হয়তো কিছু কর্মীর মনে ক্ষোভ তৈরি হয়, কিন্তু পরবর্তী সময়ে তা প্রশমিত হয়েছে।’ সুরিন্দর সিং আলুওয়ালিয়া দাবি করেন, যাকে নিয়ে এই ক্ষোভ সেই কর্ণেল দিপ্তাংশু চৌধুরী একজন বিজেপির পুরানো নেতা। মান-অভিমানে দলবদল করে হয়ত তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন, কিন্তু অভিমান ভাঙতেই ফের বিজেপিতে নিজের ঘরে ফিরে এসেছেন। তাই তাঁকে নিয়ে ক্ষোভ থাকার কথা নয়। সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, ‘দলীয় কর্মীদের মনে এখন আর কোন ক্ষোভ নেই। আমি সকলের সঙ্গে কথা বলেছি।’ বিজেপির বিক্ষুব্ধদের পক্ষ থেকে নির্দল প্রার্থী দাঁড় করানো প্রসঙ্গে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করলে বিজেপি সাংসদ এদিন সোজাসাপ্টা ভাবেই বলেন, ‘তাহলে আরও একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ভোটে লড়তে হবে বলেই এগিয়ে যাব।’