স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (সেল) ডিএসপি’র অবসরপ্রাপ্ত কর্মীদের স্বাস্থ্যবিমা নবীকরণের জন্য বিজ্ঞপ্তি জারি করল। ডিএসপি’র অবসরপ্রাপ্ত কর্মীদের ২০১৭-২০১৮ সালের স্বাস্থ্যবিমার নবীকরণ শুরু হচ্ছে আগামী ২০ এপ্রিল থেকে। অবসরপ্রাপ্তদের বয়সের বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্যবিমার বিভিন্ন মূল্য ধার্য্য করা হয়েছে। আগামী ১৫ মে পর্যন্ত্য প্রত্যেক কাজের দিনে অফিস টাইমে এই বিমার নবীকরণ করা যাবে বলে ডিএসপি সূত্রে জানা গেছে। অনলাইন ও দুর্গাপুর স্টিল পিপলস্ কো-অপারেটিভ বাঙ্কে স্বাস্থ্যবিমার নবীকরণের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন মুল্য জমা করা যাবে বলে জানা গেছে। একই সঙ্গে যে সব ডিএসপি কর্মী ২০১৭ মার্চ এপ্রিলের মধ্যে অবসর নিয়েছেন তাঁদেরও স্বাস্থ্যবিমা নুতন ভাবে করার কথা ঘোষণা করা হয়েছে। আগামি ১৮ এপ্রিল থেকে দুর্গাপুর স্টিল পিপলস্ কো-অপারেটিভ বাঙ্কে স্বাস্থ্যবিমার নবীকরণের টাকা জমা করা যাবে এবং ২০ এপ্রিল থেকে ডিএসপি’র টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ (টিএ) বিল্ডিং-এ স্বাস্থ্যবিমা নবীকরণের কাজ শুরু হবে।
বিশদ জানতে নিম্ন লিখিত সেলের সারকুলারটি দেখুন…