৪ সারমেয় শাবককে আলকাতরায় চুবিয়ে হত্যার অভিযোগ উঠল এক ব্যাক্তির বিরূদ্ধে। ঘটনাটি দুর্গাপুরের আরআইপি প্লট শিল্পতালুকের। অভিযোগের তীর এক নিরাপত্তা এজেন্সির রক্ষীর বিরূদ্ধে। রবিবার দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহর জুড়ে। গতকাল ছিল ছুটির দিন, এই শিল্পতালুকে লোকজন কম থাকার সুযোগে ওই নিরাপত্তা রক্ষী এই নারকীয় ঘটনা ঘটায় বলে অভিযোগ।
সোমবার সকালে একটি পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে স্থানীয় বিধাননগর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুস্মিতা সেনগুপ্ত। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে যাতে অভিযুক্তকে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন সুস্মিতা সেনগুপ্ত। ১টি শাবককে উদ্ধার করেছেন অন্য নিরাপত্তারক্ষীরা। আজ আহত শাবকটিকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান পশুপ্রেমী সংগঠনটি। উপযুক্ত ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক অর্ঘ্য প্রসূন কাজি।