.
দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত জেমুয়া গ্রাম সহ আরও বেশ কিছু জায়গায় পুলিশ বুধবার ভোট সংক্রান্ত বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখে। বুধবার আসানসোল-দুর্গাপুর পুলিশের এসিপি কাঁকসা অক্ষত গর্গের নেতৃত্বে পুলিশ জেমুয়া গ্রাম সহ বিভিন্ন এলাকায় গিয়ে নানান পরিকাঠামো খতিয়ে দেখে। ভোট গ্রহণ কেন্দ্র জেমুয়া ভাদুবালা স্কুলও ঘুরে দেখেন আসানসোল-দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা। এই স্কুলেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। স্কুলের সমস্ত ঘর আর তার পরিকাঠামো খুঁটিয়ে দেখেন পুলিশের পদস্থ আধিকারিকরা। এরপর গ্রামে ঢুকে গ্রামবাসীদের সাথে কথা বলেন আসানসোল-দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা এবং নির্ভয়ে ভোট দেওয়ার বার্তা দেন এলাকার মানুষজনকে। বুধবার একইসাথে চলে শহর দুর্গাপুরের নানা প্রান্তে পুলিশের নাকা চেকিং। পুলিশের এই তৎপরতাকে লোক দেখানো বলে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর ভয়ে এই তৎপরতা শুরু করেছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়।