.

ফের সিবিআই হানা শিল্পাঞ্চলের বিভিন্ন বৈধ ও অবৈধ খোলামুখ খনিতে। সূত্রের খবর, সিবিআই দলের সঙ্গে ছিলেন কয়লা মন্ত্রকের একটি বিশেষ দল। অন্ডাল থানার অন্তর্গত বক্তারনগর টপ লাইন, হরিশপুর সহ একাধিক জায়গায় অবৈধ ও বৈধ খোলামুখ খনি পরিদর্শন করেন তাঁরা। সূত্রের খবর, ইসিএলের খাদান ও অবৈধ খোলামুখ খনিগুলিতে কত কয়লা উত্তোলন করা হয়েছে তা পরিমাপ করার জন্য এই অভিযান। নাম জানাতে অনিচ্ছুক এক আধিকারিক জানান, সয়েল কেমিক্যাল অ্যানালিসিস করা হবে। এর মাধ্যমে বোঝা সম্ভব, কত পরিমাণ কয়লা মাটির নীচে মজুত ছিল, কত কয়লা উত্তোলন করা হয়েছে। এর ফলে কত পরিমাণ কয়লা পাচার হয়েছে তা বোঝা যাবে বলে অনুমান।

Like Us On Facebook