যেখানেই বিজেপি দেখবেন সেখানেই মারুন। একটি বিজেপি মানে একটি শত্রু। বিজেপিকে মেরে মাঠ ফাঁকা করে দিন। তারপর আমরা দেখে নেব। রবিবার দুর্গাপুরের পলাশডিহার পন্ডিত রঘুনাথ মূর্ম ময়দানে গত ২১ ডিসেম্বর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সভা করেন, তারই পাল্টা আজ তৃণমূল জনসভার আয়োজন করা হয়। আর সেখানেই বিজেপির কর্মীদের মারার নিদান দেন দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
অমিতাভ বন্দোপাধ্যায় এদিন আরও বলেন, ‘বিজেপি মাফিয়াদের সঙ্গে প্রেস মাফিয়াদের সঙ্গে নিয়েছে। যেখানে যেখানে বিজেপিকে দেখবেন আগে মারুন। মেরে মাঠ ফাঁকা করে দেন।’ শাসকদলের এই নেতা এদিন পুলিশকেও আক্রমণ করে বলেন, ‘সিপিএমের সঙ্গে লড়াইয়ের সময় পুলিশ আমাদের সঙ্গে ছিল না। তখনও আমরা লড়াই করেছি। আজও বিজেপির সঙ্গে একই ভাবে আমাদের লড়তে হবে। পুলিশ একটি পাঁচিলের উপর দাঁড়িয়ে রয়েছে। পুলিশ ভাবছে বিজেপি ক্ষমতায় আসবে। কিন্তু আমরা আরও বিপুল ভাবে ফের ক্ষমতায় আসবো।’
এদিন প্রধান প্রধান বক্তা ছিলেন মন্ত্রী মলয় ঘটক। কেন্দ্রীয় সরকারের কৃষক আইনের বিরুদ্ধে এই সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, দুর্গাপুরের মেয়র দিলীপ অগাস্থি সহ দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলর ও মেয়র পারিষদরা এবং তৃণমূলের স্থানীয় নেতা নেত্রীরা । এদিন এই সমাবেশে দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকেরা আসেন৷ এদিনেই সভা মঞ্চে বিভিন্ন দল থেকে প্রায় ২৫০ জন তৃণমূলে যোগদান করেন৷ মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুনীল মণ্ডলকে পাগল বলে কটাক্ষ করেন।