তৃণমূল কংগ্রেস সরকারের দশ বছরের উন্নয়নের খতিয়ান সম্বলিত রিপোর্ট কার্ড জনগণের বাড়ি বাড়ি পৌঁছে দিতে শুক্রবার দুর্গাপুরে সূচনা হল বঙ্গধ্বনি যাত্রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১১ ডিসেম্বর রাজ্য জুড়ে এই কর্মসূচির সূচনা হয়। জানা গেছে, ১২ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন ধরে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়নমূলক খতিয়ান বা রিপোর্ট কার্ড জনগণের হাতে তুলে দেওয়া হবে। এতে একদিকে দলীয় জনসংযোগ যেমন বাড়বে তেমনই মানুষও তৃণমূল কংগ্রেস সরকারের ১০ বছরের উন্নয়ন মূলক রিপোর্ট কার্ড হাতের কাছে দেখতে পারবেন।

জানা গেছে, শুক্রবার দুর্গাপুরের বিধান নগরের স্টিল পার্ক থেকে বঙ্গধ্বনি যাত্রার মিছিল বের হয়। নেতৃত্বে ছিলেন দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্থি। ‌মিছিলে হাঁটেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, মেয়র পারিষদরা। মিছিল শেষ হয় বিধাননগরের ক্লাব স্যান্টোসের মাঠে। সেখানেই একটি সাংবাদিক সম্মেলন করেন দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্থি। তিনি বলেন, ‘আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কি কি অসুবিধা রয়েছে তা জানবো। মানুষের বিভিন্ন পরামর্শ আমরা শুনব। এবং সেগুলো আমরা রুপায়ণ করার চেষ্টা করবো।’

Like Us On Facebook