স্বয়ম্ভর গোষ্ঠীর টাকা আত্মসাতের অভিযোগ, বারবার বলেও টাকা ফেরত না দেওয়ার অভিযোগ তুলে বুধবার সকালে অভিযুক্ত বিজেপি কর্মীর বাড়ির সামনে বসে পড়লেন গোষ্ঠীর সদস্যরা। দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের এই ঘটনায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছতে হল পুলিশকে। ষড়যন্ত্রের অভিযোগ আনলেও এই বিষয়ে বেশী কিছু বলতে রাজি হননি সুপ্রিয়া দাস মেহেরা নামে অভিযুক্ত মহিলা।
গোষ্ঠীর সদস্যদের অভিযোগ, যখনই টাকা চাওয়া হয় তখনই বিভিন্ন অছিলায় বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন সুপ্রিয়া দাস মেহেরা। বারবার বলেও কাজ না হওয়াতে বাধ্য হয়ে তাঁরা বুধবার সকালে ট্রাঙ্ক রোডে সুপ্রিয়াদেবীর বাড়ির সামনে বসে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। পুলিশের মধ্যস্থতায় সমস্যা সমাধানের আশ্বাস মেলায় ঘন্টা দুয়েক পর সুপ্রিয়াদেবীর বাড়ির সামনে থেকে উঠে পড়েন গোষ্ঠীর সদস্যরা। এই ঘটনায় এখন অভিযুক্ত বিজেপি কর্মী সুপ্রিয়া দাস মেহেরা তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ এনেছেন, তবে গোষ্ঠীর সদস্যদের আনা টাকা আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে বেশী কিছু বলতে অস্বীকার করেন। এই ঘটনায় বুধবার সাতসকালে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।