ছট পুজো উপলক্ষে দামোদর ব্যারেজের বিসর্জন ঘাটে শুক্রবার বিকেলে দুর্গাপুর পুরসভার ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও বিজেপি রাজ্য নেতা রাজু ব্যানার্জী উপস্থিত হয়েছিলেন। চন্দ্রশেখর বন্দোপাধ্যায় এই দামোদর ব্যারেজের বিসর্জন ঘাটের সৌন্দর্য বৃদ্ধি করতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন। তার মধ্যে প্রতিদিন সন্ধ্যায় এই বিসর্জন ঘাটে সন্ধ্যা আরতি করা হয়। ছট পুজো উপলক্ষে বিধি মেনে ছট পুজোর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময় বিজেপি রাজ্য নেতা রাজু ব্যানার্জী বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।
জানা গেছে, ছট পুজো কমিটির উদ্যোক্তারা বিজেপি নেতা রাজু ব্যানার্জীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস নেতা তথা বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা রাজু ব্যানার্জী পাশাপাশি বসে দু’জনে কুশল বিনিময় করেন। এই ছবি সংবাদ মাধ্যমের দৌলতে নিমিষেই ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় মন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুগামী বলে দুর্গাপুরে সকলের জানা। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার পড়ে দুর্গাপুরে। এই নিয়ে বিস্তর বিতর্ক হয়। তার মধ্যেই বিজেপি নেতা তথা বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াও দাবি করেন শুভেন্দু অধিকারীর মতো দুর্গাপুরের বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বিজেপিতে আসবেন শীঘ্রই। সেই দাবি নিয়ে বিতর্ক চলছেই। এর মধ্যে ছট পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বিজেপির রাজ্য নেতা রাজু ব্যানার্জীর পাশে বসাকে কেন্দ্র করে ফের রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও এই বিষয়ে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, তিনি কোন ভুল করেন নি। রাজনীতির বাইরে তার একটি সামাজিক পরিচয় রয়েছে। তিনি ছট পুজো কমিটির আমন্ত্রণ রক্ষার্থে পুজোর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সেখানে বিজেপি নেতা রাজু ব্যানার্জীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। হিন্দি ভাষী ভাইদের আমন্ত্রণ রক্ষার্থে আমি পুজোতে অংশগ্রহণ করেছি। রাজনীতির র্উর্ধ্বে গিয়ে এটা দেখা উচিত। পুজোয় অংশগ্রহণ সকলেই করতে পারে এতে কোন রাজনৈতিক বিতর্ক হওয়া উচিত নয়। বিজেপি রাজ্য নেতা রাজু ব্যানার্জী বলেন, ‘শুভেন্দু অধিকারী আমাদের দলে এলে স্বাগত জানাচ্ছি। তিনি ভালো খেলোয়াড় কিন্তু ভুল কোর্টে খেলছেন।’