দুর্গাপুরের ক্যানসার আক্রান্ত তিন রোগীকে আর্থিক সাহায্যের আশ্বাস দিল প্রধানমন্ত্রীর দফতর। শুক্রবার তাঁদের বাড়িতে প্রধানমন্ত্রীর দফতরের দেওয়া নথি পৌঁছে দেওয়া হয় বলে জানা গেছে। জানা গেছে, এই তিন জন ক্যানসার আক্রান্ত রোগী হলেন দুর্গাপুরের বিধান নগরের বাসিন্দা সুনীল কুমার রাজদীপ, বেনাচিতির রানা কর এবং এমএএমসির মামড়ার বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা পরিমল সাহা।
এই তিন জন ক্যানসার আক্রান্ত রোগী আর্থিক সমস্যায় ব্যায়বহুল চিকিৎসা করাতে পারছিলেন না বলে জানা গেছে। তাঁদের পরিবারের লোকজন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন করেছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার মাধ্যমে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর দফতর থেকে তিন ক্যানসার রোগীর চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। এবং জানা গেছে, দেড় লাখ টাকা সাহায্যের আশ্বাস পেয়েছেন সুনীল কুমার রাজদীপ, রানা কর তিন লাখ টাকা এবং পরিমল সাহা এক লাখ টাকা আর্থিক সহায়তার আশ্বাস পেয়েছেন৷ শুক্রবার ক্যানসার আক্রান্ত রোগী সুনীল কুমার রাজদীপের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ মঞ্জুরের নথি তুলে দেন স্থানীয় বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়৷ বাকি দুই ক্যানসার আক্রান্ত রোগীর পরিবারের লোকজনদের হাতে আর্থিক সাহায্যের নথি পৌঁছে দেওয়া হয় বলে জানান বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়। আর্থিক সাহায্য পেয়ে সুনীল কুমার রাজদীপ সহ বাকি দুই ক্যানসার আক্রান্ত রোগীর পরিবারের লোকজন ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে।