২০১৯ সালে শিক্ষক দিবসে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন সম্মানের পর এবার দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক ড. কলিমূল হক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় একথা ঘোষণা করেছে। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে ড. কলিমূল হককে সম্মানিত করা হবে। এই মুহূর্তে তিনি শহরের বাইরে রয়েছেন। ড. কলিমূল হক একথা স্বীকার করে বলেন, ‘স্কুল সহ আমার অনেক মানুষের সহযোগিতায় আজ আমি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। আমার আরও দায়িত্ব বেড়ে গেল।’
১৯৯৯ সালে খড়্গপুরে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন কলিমূল হক। তারপর ২০১০ সালে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান তাঁর। স্কুলের উন্নয়ন, আধুনিক পঠন-পাঠনে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় আজ দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাইস্কুল একটি উদাহরণ সৃষ্টি করেছে। ড. কলিমূল হক স্কুলের সহ-শিক্ষকদের সঙ্গী করে স্কুলকে নানান সাফল্য এনে দেন। ২০১৭ সালে শিশু মিত্র বিদ্যালয়ের পুরস্কার পায় নেপালি পাড়া হিন্দি হাইস্কুল। ২০১৮ সালে রাজ্যের মধ্যে চতুর্থ শ্রেষ্ঠ স্কুলের মর্যাদা পায়। ২০১৯ সালে শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ড. কলিমূল হককে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষারত্ন পুস্কারে পুরস্কৃত করেন। ২০১৯ সালে রাজ্যের সেরা স্কুলের মর্যাদা যামিনী রায় স্মৃতি পুরস্কার পায় দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাইস্কুল। এবার ২০২০ তে তিনি পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার। ড. কলিমূল হকে রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার খবরে দুর্গাপুরের শিক্ষা মহলে খুশির হাওয়া।