ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহালের দাবিতে ঠিকাদার মজদুর মোর্চা নামের একটি সংগঠনের নেতৃত্বে শ্রমিকরা লাগাতার ধর্ণায় বসলেন দুর্গাপুর কোর্ট চত্বরে। ঠিকাদার মজদুর মোর্চা সুত্রে জানা গেছে সোমবার থেকে তিন দিন ব্যাপী লাগাতার গণ-অবস্থান ও ধর্ণা চলবে। মোর্চার দাবি ডিএসপি, গ্রাফাইট ইন্ডিয়া সহ দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা থেকে ছাঁটাই হওয়া ঠিকা শ্রমিকদের পুনর্বহাল করতে হবে। এছাড়াও সমকাজে সমবেতন সংক্রান্ত শীর্ষ আদালতের রায়কে শিল্পাঞ্চলের সমস্ত কারখানায় লাগু করতে হবে।
Like Us On Facebook