রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে দুর্গাপুরের মুখ উজ্জ্বল করল শুভম ঘোষ। শুভম দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের ছাত্র। বাড়ি দুর্গাপুর স্টিল টাউনশিপের বি-জোনের এডিশন রোডে। বাবা বিধান ঘোষ সৈনিক স্কুলের শিক্ষক ছিলেন। মা দুর্গাপুরের একটি হাসপাতালের নার্স। শুভম বর্ধমান ডট কমকে বলে, ‘আমি এক থেকে দশের মধ্যে থাকব ভেবেছিলাম, কিন্তু দ্বিতীয় স্থান অর্জন করব ভাবিনি। খুব ভালো লাগছে।’ শুভম জানায়, সে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায়। শুভমের বাবা বিধান ঘোষ ছেলেকে পড়াশোনায় সাহায্য করেন। জানা গেছে, শুভম উচ্চ মাধ্যমিকে ৯৯.৪% নম্বর পেয়ে স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করে। মাধ্যমিকেও ভালো ফল করেছিল শুভম। শুভমের সাফল্যে ডিএভি মডেল স্কুলে খুশির হাওয়া।
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পঞ্চম স্থানেও দুর্গাপুরের নাম এলো। বাঁকুড়ায় বাড়ি হলেও বর্তমানে দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা আবাসনের বাসিন্দা পূর্ণেন্দু সেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করল। আইআইটি খড়্গপুরে পড়াশোনা করতে চায় কম্পিউটার সায়েন্স নিয়ে। দাদাও আইআইটি খড়্গপুরে গবেষণায় রয়েছেন। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ভালো ফল করতে তার দাদা তাকে গাইড করেছে বলে জানায় পূর্ণেন্দু। জানা গেছে, পূর্ণেন্দুর বাবা বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিক। মায়ের নাম দীপ্তি সেন। পূর্ণেন্দু জানায়, প্রথম দশে নাম থাকবে আশা ছিল।