বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আস্ত একটা চালু ট্রান্সফরমার নিয়ে পালাচ্ছিল দুষ্কৃতিরা। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ট্রান্সফরমারটি চুরি যাওয়া থেকে রুখে দেওয়া সম্ভব হয়েছে। তবে স্থানীয় মানুষের তৎপরতা দেখে ট্রান্সফরমারটিকে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সোমবার গভীর রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিওজিএল টাউনশিপ এলাকায়। এই ঘটনার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জল ও বিদ্যুৎ নেই বিওজিএল টাউনশিপে। এই ঘটনায় বিওজিএল টাউনশিপের তিনশো পরিবার সমস্যায় পড়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রান্সফামার সহ চুরি করার সরঞ্জাম উদ্ধার করে।

বিওজিএল আবাসনের এক আবাসিক বলেন, ‘সোমবার রাত্রি বারোটা নাগাদ হটাৎ বিদ্যুৎ চলে যায়, প্রথমে বিদ্যুৎ দফতরের লোকজনদের আমরা খবর দিই এবং পরে টাউনশিপের সাব স্টেশনে এসে দেখি প্রায় ১০ জন দুষ্কৃতি সামনের জঙ্গল দিয়ে পালাচ্ছে। সামনে গিয়ে দেখি ট্রান্সফরমার খোলা অবস্থায় পড়ে রয়েছে। যদি সময় মতো না আসা যেত তাহলে দুষ্কৃতি দল এই বিদ্যুতের ট্রান্সফরমার নিয়ে পালাতো।’ ঘটনার তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ।

Like Us On Facebook