বকেয়া বিদ্যুৎ বিল না মেটানোর অভিযোগে দুর্গাপুরের মাদার ডেয়ারি কারখানার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড(ডিপিএল)। রবিবার রাতে মাদার ডেয়ারি কারখানার সঙ্গে সঙ্গে মাদার ডেয়ারি কারখানার আবাসনেরও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে অভিযোগ আবাসনের আবাসিকদের। সোমবার সকালে মাদার ডেয়ারি কারখানার শ্রমিকরা কারখানার প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান।
জানা গেছে, দুর্গাপুরের মাদার ডেয়ারি কারখানায় বর্তমানে ৫৩ জন কর্মী কাজ করেন। তাঁরা রবিবার রাত থেকে অন্ধকারে রয়েছেন। শ্রমিকদের অভিযোগ, তাঁদের বেতন থেকে বিদ্যুৎ বিল কেটে নেওয়া হয়, তা সত্ত্বেও কেন ডিপিএল বিদ্যুৎ বিল পরিশোধ না করার অভিযোগে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল তা তাঁরা বুঝতে পারছেন না। শ্রমিকরা বলেন, ‘বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়ায় মাদার ডেয়ারি কারখানায় আজ সোমবার কোন উৎপাদন হয়নি।’ শ্রমিকদের আশঙ্কা মাদার ডেয়ারির দুর্গাপুর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেলে তাঁরা কর্মচ্যুত হয়ে যেতে পারেন। স্থানীয়রা মনে করছেন, এই স্টেট ডেয়ারি মাদার ডেয়ারির হাতে তুলে দেওয়ার সময় কারখানার কয়েক লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল এবং সেই অঙ্ক এখন বৃদ্ধি পেয়ে কয়েকগুণ হয়েছে, তাই সম্ভবত ডিপিএল কারখানা এবং আবাসনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে।