করোনা মোকাবিলায় রাজ্যে সাপ্তাহিক লকডাউনের প্রথম দিন আজ, বৃহস্পতিবার পুলিশকে যথেষ্ট সক্রিয় ভূমিকায় দেখা গেল দুর্গাপুর শিল্পাঞ্চল। দুর্গাপুরের পাণ্ডবেশ্বর থেকে বুদবুদ থানা এলাকা পর্যন্ত রাস্তাঘাট এবং বাজারে অকারণে ঘোরাঘুরি বা লক ডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে দেখা গেল। বৃহস্পতিবার রাজ্য সরকারের ঘোষিত সাপ্তাহিক লকডাউন সফল করতে দুর্গাপুর পুলিশ এদিন ৯৫ জনকে গ্রেফতার করেছে। দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা এই কথা জানিয়েছেন। এই গ্রেফতারের মধ্যে রয়েছে দুর্গাপুর স্টেশন বাজার এলাকায় বাড়ি নির্মাণ কাজ করার দায়ে ৬ জনকে কোক ওভেন থানার পুলিশ গ্রেফতার করেছে। তাছাড়া কাঁকসায় ২২ জনকে, পাণ্ডবেশ্বরের ফুলবাগান এলাকায় ২ জনকে এবং দুর্গাপুর মহকুমার বিভিন্ন এলাকা থেকে মোট ৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
লকডাউন নিয়ে বুধবার পুলিশ দুর্গাপুরের বিভিন্ন এলাকায় সারাদিন ধরে মাইকিং করে। সেই মতো অত্যাবশ্যকীয় দোকান ছাড়া বৃহস্পতিবার সকাল থেকে দুর্গাপুরের সমস্ত দোকান-বাজার বন্ধ ছিল। বেশিরভাগ মানুষ রাস্তায় বের হননি। কিন্তু কিছু মানুষকে অকারণে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে। জানা গেছে, যেসব মানুষ বৃহস্পতিবার লকডাউন ভঙ্গ করেছেন পুলিশ তাঁদের বিরুদ্ধে মহামারি আইনে মামলা দায়ের করবে।