.

বেশ কিছুদিন ধরেই বর্ধমান শহরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছিল। তাই বর্ধমান শহরে ফের লকডাউন করা হল। শহরের ১২, ১৩ ও ১৪ নম্বর ওর্য়াডে লকডাউন ঘোষণা করা হল। শুক্রবারই জেলাশাসক বিজয় ভারতী এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছেন। পুরসভার এই তিনটি ওয়ার্ড ছাড়াও শহরের বেশ কিছু বাজার এলাকায় নিয়ন্ত্রণ কার্যকর করা হচ্ছে। এছাড়াও বেশ কিছু এলাকায় একদিন বাঁদিকের দোকান এবং পরের দিন ডান দিকের দোকান খোলা থাকবে বলে জানানো হয়েছে। শনিবার থেকেই কার্যকারি হয়েছে এই লকডাউন। এদিকে, এবার খোদ দুই পুলিশ কর্তার পরিবারে করোনার থাবা। আর তাই গোটা পুলিশ সুপারের অফিসকে শনিবার স্যানিটাইজ করা হল। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমানে নতুন করে করোনা আক্রান্ত ৩৫ জন। এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৩৩৪ জন। সুস্থ হয়েছেন ২৩০ জন।এখনও পর্যন্ত মারা গেছেন ২ জন।

Like Us On Facebook