গত কয়েকদিনে দুর্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অথচ মানুষ এখনও উদাসীন। মুখে মাস্ক নেই, সোশ্যাল ডিসট্যান্সিংও শিকেয় তুলে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে দুর্গাপুরের মানুষ। বিশেষ করে বেনাচিতি চন্ডীদাস বাজার, দুর্গাপুর স্টেশন বাজার এলাকায় ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।
সংক্রমণ ঠেকাতে রবিবার ফের দুর্গাপুর থানার পুলিশ রাস্তায় নামল। দুর্গাপুরের এসিপি (পূর্ব) স্বপন দত্তের নেতৃত্বে রবিবার বিশেষ অভিযান হয় বেনাচিতি সহ দুর্গাপুরের বিভিন্ন বাজার এলাকায়। দুর্গাপুর থানার ওসি রাজ শেখর মুখার্জী, প্রান্তিকা ফাঁড়ির ইনচার্জ নির্মল সরকার সহ পুলিশ কর্মীরা এবং সিভিক ভলান্টিয়াররা এই অভিযানে অংশ নেন। এদিন যেসব পথচলতি মানুষের মুখে মাস্ক ছিল না, তাঁদের পুলিশ কর্মীরা ধমক দিয়ে মুখে মাস্ক পরিয়ে দেন এবং সতর্ক করতে পরবর্তী সময়ে মুখে মাস্ক ব্যবহার না করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দেন। পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাজি এবং জেলা পুলিশ কমিশনার সুকেশ জৈনের নির্দেশে এই অভিযান বলে জানা গেছে।