বেহাল রাস্তা মেরামতের আবেদন জমা দিতে এসে কাঁকসার গোপালপুর পঞ্চায়েতে সোমবার সংঘর্ষে জড়িয়ে পড়লেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ ও পঞ্চায়েতের কর্মীরা। দু’পক্ষের পরস্পর বিরোধী অভিযোগে উতপ্ত হয় গোপালপুর পঞ্চায়েত কার্যালয় চত্বর। আদিবাসী সম্প্রদায়ের মানুষ তীর ধনুক নিয়ে পঞ্চায়েত কার্যালয় ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী।

জানা গেছে, সারেঙ্গা যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বেহাল রাস্তার দ্রুত মেরামতের আবেদন নিয়ে কাঁকসার গোপালপুরে পঞ্চায়েত অফিসে আবেদন জমা দিতে আসেন স্থানীয় আদিবাসী মানুষরা। অভিযোগ, পঞ্চায়েত অফিসে আবেদন জমা দিতে এলে পঞ্চায়েতের কর্মীরা তাঁদের ওপর চড়াও হয়ে মারধর করে। অপরদিকে, পঞ্চায়েত প্রধান জয়দীপ মণ্ডল পাল্টা অভিযোগ করে বলেন, ‘স্থানীয় আদিবাসীরা রাস্তা মেরামতের আবেদন জমা দিতে এসে পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালায় এবং পঞ্চায়েত কর্মীদের মারধর করে।’ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাঁকসার গোপালপুর পঞ্চায়েত অফিসের সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।


Like Us On Facebook