দুর্ঘটনা এড়াতে রাস্তায় স্পিড ব্রেকারের দাবিতে সোমবার উখরা-হরিপুর রোড অবরোধ করে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখালেন। স্থানীয়দের অভিযোগ, অন্ডালের উখরা থেকে হরিপুর যাওয়ার রাস্তায় বনবহাল পেট্রোল পাম্প এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার হাল বেহাল। খারাপ রাস্তার জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। অবরোধকারীরা জানান, গত একমাস আগে একটি শিশু দুর্ঘটনার কবলে পড়ে বনবহাল এলাকায়। এই রাস্তার উপর দিয়ে চলে ইসিএলের শঙ্করপুর খোলামুখ খনি, শোনপুর বাজারি খনির পরিবহনের গাড়ি। স্থানীয়রা জানান, ইসিএলের কয়লা বোঝায় গাড়ি চলাচলের জন্য রাস্তার অবস্থা বিপজ্জনক হয়ে রয়েছে। রাস্তা সারাইয়ের দিকে নজর নেই প্রশাসন বা ইসিএল কর্তৃপক্ষের। রবিবারও কয়লা বোঝায় এক দশ চাকা ডাম্পার একটি ছাগলকে চাপা দেয়। ফলে সোমবার সকাল থেকেই স্থানীয় মানুষ উখরা-হরিপুর রাস্তার উপর বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভে সামিল হন।

রাস্তা অবরোধ হওয়ায় প্রবল যানজটের সৃষ্টি হয় এলাকায়। অবরোধকারীদের দাবি রাস্তায় স্পীড ব্রেকার না তৈরি করলে তাঁরা এই রাস্তার উপর দিয়ে ইসিএলের পরিবহণের গাড়ি চলতে দেবেন না । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসেন বনবহাল ফাঁড়ির পুলিশ ও ইসিএলের আধিকারিকরা। আগামী দু’তিন দিনের মধ্যেই রাস্তায় স্পীড ব্রেকার তৈরি করে দেওয়া হবে বলে আশ্বাস পেয়ে চার ঘন্টা পর অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

Like Us On Facebook