রক্ষা কর আমার শহর, রক্ষা কর দুর্গাপুর – এই স্লোগানকে সামনে রেখে শিল্পশহর দুর্গাপুর বাঁচাতে সিপিএম কর্মীরা বৃহস্পতিবার ডিপিএল ও ডিসিএল কারখানা পুনর্জীবনের দাবিতে ডিপিএলের গ্যামন ব্রীজ থেকে বিশাল মিছিল বের করে। এই মিছিল ডিপিএল ও ডিসিএলের বিভিন্ন এলাকা ঘোরে। শুধু ডিপিএল বা ডিসিএলই নয় দুর্গাপুরের বিভিন্ন বন্ধ কারখানা খোলার দাবিতেও এদিন সিপিএম কর্মীরা সোচ্ছার হয়।
Like Us On Facebook