লকডাউনে স্কুল বন্ধ অথচ স্কুল কর্তৃপক্ষ স্কুলের ফিস জমা দেওয়ার জন্য মানসিক চাপ দিচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। সোমবার স্কুলের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগে দুর্গাপুরের বিধান নগরের দুর্গাপুর পাবলিক স্কুলের সামনে অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভে সামিল হন। ‘নো স্কুল নো ফিস’ এই শ্লোগানকে সামনে রেখে এদিন দুর্গাপুর পাবলিক স্কুলের সামনে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন।
অভিভাবকদের অভিযোগ, স্কুলের প্রিন্সিপ্যাল ফোন করে অভিভাবকদের স্কুলের ফিস দেওয়ার জন্য মানসিক চাপ দিচ্ছেন। অভিভাবকরা বলেন, ‘স্কুল বন্ধ লক ডাউনে। অনলাইনে কয়েকদিন মাত্র ক্লাস করিয়ে স্কুল কর্তৃপক্ষ স্কুলের ফিস চাইছেন।’ অভিভাবকরা এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘লকডাউনে অনেকের কাজ নেই। চরম অসুবিধায় রয়েছেন সকলেই। এরমধ্যে যদি স্কুল কর্তৃপক্ষ টাকার জন্য মানসিক চাপ দেয় তাহলে আমাদের মনের অবস্থা কি হয়, সেটা সহজেই অনুমেয়। স্কুলের প্রিন্সিপ্যাল ফোন করে অনেক অভিভাবকদের চাকরির পে-স্লিপ দেখতে চাইছেন। এটা তো অন্যায়। স্কুলকে কেন আমরা চাকরির পে-স্লিপ দেখাবো? যদি স্কুল কর্তৃপক্ষ এভাবে মানসিক চাপ তৈরি করে স্কুলের ফিস আদায় করে তাহলে আমরা ভবিষ্যতে স্কুলের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবো।’