.

শনিবার রাজ্যের বিভিন্ন এলাকা থেকে পরিযায়ী শ্রমিকরা কেউ পায়ে হেঁটে কেউ আবার সাইকেলে চড়ে ২নং জাতীয় সড়ক ধরে দুর্গাপুরের ডিভিসি মোড়ে এলে স্থানীয় সিপিএম কর্মীরা তাঁদের আটকে খাবার ও জল দেন। তারপর দুর্গাপুরের কোক ওভেন থানার সহযোগিতায় তাঁদের একটি গাড়ি করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে দেন। সিপিএম কর্মীদের‌ এই মানবিক মুখ দেখে পরিযায়ী শ্রমিকদের মুখে হাসি ফোটে। জানা গেছে, পরিয়াযী শ্রমিকরা সকলেই আসানসোলের দিকে বাংলা-বিহার সীমান্তে দিকে রওনা হয়ে যান। অন্যদিকে, শনিবার পানাগড়ের রেল পাড়ের বাসিন্দারাও দূরদূরান্ত থেকে জাতীয় সড়কে ধরে চলা জনা তিরিশ পরিযায়ী শ্রমিকের পথ আটকে তাঁদের খাবার ও বিশ্রামের ব্যবস্থা করেন। খাওয়া-দাওয়া ও বিশ্রামের পর তাঁরা বাংলা-বিহারের সীমানার দিকে চলে যান।


Like Us On Facebook