.
উদ্ধোধনের আগেই দুষ্কৃতিরা লুট করে নিয়ে গেল সরকারি প্রকল্পের পোল্ট্রি ফার্মের ছাউনির টিন। বৃহস্পতিবার সকালে এই খবর চাউর হতেই অন্ডালের উখরা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার মহিলাদের স্বনির্ভর করতে একটি পোল্ট্রি ফার্ম করার উদ্যোগ নেওয়া হয় গত বছর। সেইমতো পোল্ট্রি ফার্ম তৈরির কাজ শুরু হয়। পুরো প্রকল্পে খরচ প্রায় ১ লক্ষ ৩০ হাজার ৩৬৯ টাকা বলে জানা গেছে।কিছুদিনের মধ্যেই এটি উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের জন্য সমস্ত উদ্বোধনী কাজ এখন বন্ধ। এই সুযোগে দুষ্কৃতীর পোল্ট্রি ফার্মে ভাঙচুর করে শেডের টিনগুলি নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। এই খবর জানার পর স্থানীয় পঞ্চায়েত প্রধান রীতা ঘোষ উখড়া ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে।
Like Us On Facebook