লকডাউনের সুযোগে সম্প্রতি দুর্গাপুরের একটি কারখানার স্টোর থেকে বিভিন্ন জিনিস চুরি যায়। বিশেষ অভিযান চালিয়ে দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ ৫ লৌহা চোরকে গ্রেফতার করল। জানা গেছে, ১৬ এপ্রিল দুর্গাপুরের রাতুড়িয়া অঙ্গদপুর শিল্প তালুকের একটি বেসরকারি কারখানার স্টোর থেকে বেশকিছু কারখানার যন্ত্রাংশ চুরি হয়। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে এবং পুলিশ কয়েক দিন আগে রাতুড়িয়া থেকে দু’জনকে গ্রেফতার করে।

এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও তিনজন লোহা চোরের হদিস পায় স্থানীয় মায়াবাজার ওয়াড়িয়া এলাকায়। গতকাল কোক ওভেন থানার পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করে। এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে বেশ কিছু কারখানার যন্ত্রাংশ ও একটি বাইক উদ্ধার হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কারখানার আরও যন্ত্রাংশ উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে চেষ্টা করছে পুলিশ। উল্লেখ্য, রাতুড়িয়া অঙ্গদপুর শিল্প তালুকে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন বেসরকারি কারখানায় লোহা চোরদের দৌরাত্ম্য চলছে। পুলিশও পাশাপাশি লোহা চোরদের ধরতে ক্রমাগত অভিযান চালাচ্ছে।

Like Us On Facebook