.

অজয় নদীর বালিঘাট থেকে রবিবার সকালে এক কিশোরের মৃতদেহ উদ্ধার হলে দুর্গাপুর-ফরিদপুরের গৌড় বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, শনিবার দুপুরে স্নান করতে নেমে ওই কিশোর অজয় নদের বালি ঘাটের গভীর জলে তলিয়ে যায়। শনিবার সন্ধ্যা পর্যন্ত মৃতদেহটি উদ্ধার করা সম্ভব হয়নি।তাই রবিবার সকাল থেকে ফের উদ্ধার কার্য শুরু করে দুর্গাপুর-ফরিদপুর থানার পুলিশ। এদিন বালিঘাটের গভীর জল থেকে কিশোরের মৃতদেহটি উদ্ধার হয়। জানা গেছে, মৃতের নাম কিশোর মন্ডল (১২)। বাড়ি ঝাড়খণ্ডে। গত ছয় মাস আগে সে এখানে আসে বলে জানান কিশোরের বাবা অনিল মন্ডল। অনিলবাবু ইট ভাটায় কাজ করেন। শনিবার অজয় নদের বালি ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় কিশোর। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Like Us On Facebook