একদিনের ব্যবধানে ফের মঙ্গলকোটের খেরুয়াতে মিলল প্রাচীন মূর্তি। বুধবার সকালে অজয় নদী থেকে মাছ ধরে ফেরার সময় মৎস্যজীবীরা ওই মূর্তিটি দেখতে পান। প্রায় আড়াই ফুট উচ্চতার এটি একটি সূর্য মূর্তি বলে দাবি গবেষকদের। এদিন সকালে তা জানাজানি হতেই গ্রামের লোকজন নদীর ধারে ভিড় জমান। মূর্তিটি নিয়ে গ্রামেই রাখা হয়। খবর দেওয়া হয় প্রশাসনকেও। সোমবার সকালেও ওই স্থান থেকেই একটি পূর্ণ বিষ্ণু মূর্তি ও একটি ভাঙা মূর্তি উদ্ধার হয়েছিল। মঙ্গলকোটের বিডিও জগদীশচন্দ্র বারুই বলেন, ‘এদিনও একটি প্রাচীন মূর্তি উদ্ধার হয়েছে। বিষয়টি জেলা পুরাতত্ব বিভাগে জানান হয়েছ।’ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের কলকাতা মণ্ডলের অধিকর্তা শুভ মজুমদার জানিয়েছেন, এটি সূর্য মূর্তি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কিউরেটর রঙ্গনকান্তি জানার দাবি, খ্রীষ্টীয় দশম-একাদশ শতাব্দীর প্রচলিত মূর্তি এটি। সে সময় ‘শাকদ্বীপি’ ব্রাহ্মণরা সূর্যের উপাসক ছিলেন। তাঁরাই সূর্য মূর্তির পুজো করতেন।

Like Us On Facebook