.

করোনা মোকাবিলায় লকডাউনে শ্রমিকদের নায্য বেতন দেওয়ার কথা। দেশের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রেই লকডাউনের সময় মানবিকতার খাতিরে শ্রমিকদের বেতন না কাটার। কিন্তু বাস্তবে ঠিক তার উল্টো হচ্ছে বলে অভিযোগ। শ্রমিকদের অভিযোগ, প্রধানমন্ত্রীর নির্দেশ মানছেন না কারখানা কর্তৃপক্ষ। লকডাউনে বেতন হয়নি কারখানার ঠিকা শ্রমিকদের। বার বার তারিখ দিয়েও কথা রাখছে না কারখানা কর্তৃপক্ষ। মঙ্গলবার এই অভিযোগে কাঁকসার জয়শ্রী স্টিল কারখানার সামনে কারখানার শ্রমিকরা বিক্ষোভ দেখান। অবিলম্বে শ্রমিকদের নায্য বেতন শ্রমিকদের দিয়ে‌ দেওয়ার দাবি জানানো হয়। করোনা মোকাবিলায় লকডাউনে এদিন শ্রমিকদের বিক্ষোভের জেরে সোশ্যাল ডিসট্যান্সিং চুলোয় যায়। ভিড়ে ঠাসাঠাসি করে শ্রমিকদের বিক্ষোভের জেরে করোনা মোকাবিলায় স্বাস্থ্য বিধি শিকেয় ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসে বলে জানা গেছে।

Like Us On Facebook