দুর্গাপুরের বুকে প্রথম কমিউনিটি কিচেনের মাধ্যমে স্থানীয় মানুষদের খাদ্য সরবরাহ করা শুরু হল। বুধবার দুপুরে সগড়ভাঙার অভিনন্দন লজে এই কমিউনিটি কিচেনের উদ্ধোধন করেন দুর্গাপুর পুরসভার ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়। জানা গেছে, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টায় স্বপ্ন উড়ান নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে করোনা আবহে লকডাউনে গৃহবন্দি স্থানীয় দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের লোকজনদের পাশে দাঁড়াতে তাঁদের জন্য খাবারের ব্যবস্থা করতে মহকুমা প্রশাসন থেকে ছাড়পত্র নিয়ে চালু করা হয়েছে এই কমিউনিটি কিচেন।
জানা গেছে, আপাতত প্রতিদিন এলাকার ৭০০ থেকে ১০০০ পরিবারে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে এই কমিউনিটি কিচেনের তৈরি খাবার। দুর্গাপুরের বুকে এই ধরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুর্গাপুরের মানুষ। দুর্গাপুরের বুকে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এই ধরণের কমিউনিটি কিচেনে তৈরি হলে লকডাউনে বিপন্ন মানুষজনদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। জানা গেছে, স্বপ্ন উড়ানের উদ্যোগে চালু হওয়া এই কমিউনিটি কিচেনে কলেজের অধ্যাপক, স্কুলের শিক্ষক, পড়ুয়া সহ সমাজের বিভিন্ন পেশার মানুষ যুক্ত হয়েছেন। স্বেচ্ছাসেবকরা যাবতীয় স্বাস্থ্য বিধি মেনেই কমিউনিটি কিচেনে খাবার তৈরি করছেন এবং এলাকায় বিতরণ করছেন। জানা গেছে, ফোন-হোয়াটস আ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে করা আবেদন অনুযায়ী খাবার পৌঁছে দেওয়া হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে।