বুধবার দুর্গাপুরের সগড়ভাঙার ৪ নং বরো কার্যালয়ে স্থানীয় মানুষের করোনার র্যাপিড টেস্ট এবং সকলের জন্য রেশনের দাবিতে স্থানীয় সিপিএম কর্মীরা জড়ো হয়ে সামাজিক দূরত্ব রেখে একটি দাবি পত্র দিলেন বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে। জানা গেছে, করোনার র্যাপিড টেস্ট, উচ্চবিত্ত ছাড়া বাকি সবার জন্য রেশন ছাড়াও এলাকায় জীবাণু মুক্ত করতে প্রতিদিন রাসায়নিক স্প্রে করা, দুস্থ মানুষদের বাড়িতে গিয়ে মাস্ক, সাবান, স্যানিটাইজার তুলে দেওয়া সহ অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ভাতা, স্বাস্থ্যকর্মীদের এন-৯৫ মাস্ক সহ সংক্রমণ রোধী পোষাক, করোনা আক্রান্ত ও মৃতদের সঠিক তথ্য জানাতে হবে বলে দাবি তোলেন এই স্মারকলিপিতে।
দাবি পত্র দিয়ে সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, ‘করোনা মোকাবিলায় সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই আমরা আজ পথে নামতে বাধ্য হলাম। না হলে করোনা একসময় ভয়াবহ রুপ নেবে বলে আমরা নিশ্চিত। এখনও সময় আছে। তাই সরকারকে প্রয়োজনীয় বিজ্ঞানসম্মত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি আমরা। আমরা স্বাস্থ্য বিধি মেনেই আজ করোনা মোকাবিলায় এলাকায় করোনার র্যাপিড টেস্ট এবং সবার জন্য রেশন সহ সাত দফা দাবিতে স্মারকলিপি দিলাম বরো অফিসে। একই ভাবে কাঁকসা ও দুর্গাপুরের ৩ নং বরো অফিসে ও এই দাবি পত্র দেওয়া হবে।’
সিপিএমের এই দাবি পত্র দেওয়ার প্রসঙ্গে বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘করোনা মোকাবিলায় এলাকায় যা করার প্রয়োজন আমরা তাই করছি। দুস্থদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি কিচেনের ব্যবস্থা করেছি। এখন রাজনীতি করার সময় নয়। মানুষের সেবায় আমরা কাজ করছি এলাকায়। এলাকায় রাসায়নিক স্প্রে হচ্ছে নিয়মিত। তাও সিপিএম কর্মীরা এই দুঃসময়ে রাজনীতি করছেন।’