কলকাতার খিদিরপুর এলাকা থেকে পালিয়ে আসা ১২ বছরের কিশোরকে উদ্ধার করল দুর্গাপুর থানার পুলিশ। জানা গেছে ছেলেটির নাম শচিন রায়, ক্লাস ফাইভের ছাত্র। মায়ের বকুনি খেয়ে দুর্গাপুরে পালিয়ে আসে শচিন। জানা গেছে দুর্গাপুরের কুড়ুড়িয়া ডাঙ্গার অচেনা এক যুবকের সাথে পালিয়ে আসে তার বাড়িতে। খিদিরপুর থানার পুলিশ বিষয়টি জানতে পেরে দুর্গাপুর থানাকে জানালে, দুর্গাপুর থানার পুলিশ শচিনকে উদ্ধার করে রবিবার তার বাব-মায়ের হাতে তুলে দেয়।
Like Us On Facebook