দুর্গাপুর নগর নিগম দখলের ডাক দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আসন্ন দুর্গাপুর পৌর নির্বাচনের জন্য বিজেপি কর্মীদের বুথভিত্তিক সম্মেলনে যোগদান করে শনিবার সৃজনীতে পৌরনির্বাচনে নগর নিগম দখলের ডাক দেন। বিজেপির রাজ্যসভাপতি এদিন দলীয় কর্মীদের আসন্ন পৌরনির্বাচনে বিজেপির জয় সুনিশ্চিত করতে প্রতিটি বুথে সংঘবদ্ধ হয়ে পাহারাদারী চালানোর আহ্বান জানান। সম্প্রতি শেষ হওয়া উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে বিজেপির জয়ের প্রসঙ্গ টেনে দেশের সমস্ত দল কে পিছনে ফেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্নীতি দমন, নোট বাতিলের সুফল ও বিভিন্ন উন্নয়নমুলক কেন্দ্রীয় যোজনায় বিজেপির বিজয়রথ যে ভাবে প্রতিটি রাজ্য জয় করে দৌড়াচ্ছে তাতে ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিজেপির জয় সুনিশ্চত বলে দাবি করেন দিলীপবাবু এদিন। গত লোকসভা নির্বাচনে বাবুল সুপ্রিয়কে আসানসোলের মানুষ যেভাবে বিপুল ভোটে জিতিয়ে সাংসদ করেছে ঠিক সেই ভাবেই আসন্ন দুর্গাপুর পৌর নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল জয় দিয়ে পৌরসভা দখলের ডাক দেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ।  দিলীপবাবু এদিন নারদ ও সারদা কেলেঙ্কারি সহ বিভিন্ন দুর্নীতিতে তৃণমূলের নেতা থেকে সাংসদ, মন্ত্রীর নাম জড়ানোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন। দিলীপ বাবুর দাবি পৌর নির্বাচনের ঢাকে কাঠি পড়লেই অনেক তৃণমূল কাউন্সিলর ও অন্যান্য পার্টির সদস্য এবং বিধায়কও বিজেপিতে যোগদান করবেন। দিলীপবাবু আরও বলেন, ‘এএসপি কারখানা বন্ধ হবে না। রুগ্ন হওয়ায় বিলগ্নীকরণ করে চাঙ্গা করা হবে।’ প্রধানমন্ত্রীর উন্নয়ন যোজনার সদস্য ও রাজ্য বিজেপির নেতা রঞ্জিত মজুমদর এদিন প্রধানমন্ত্রীর বিভিন্ন যোজনা গুলি বিস্তারিতভাবে ব্যাখা করেন। রাজ্য বিজেপির অনেক শীর্ষ নেতা এদিন সৃজনীতে কর্মী সম্মেলনে যোগ দেন। আসন্ন দুর্গাপুর নগর নিগম নির্বাচনে বিজেপি ৪৩ টি আসনেই প্রার্থী দেবার কথা ঘোষণা করে এদিন। বিজেপি নেতা সোমনাথ ব্যানার্জীকে চেয়ারম্যান করে নির্বাচনের কমিটি ঘোষনা করা হয়। বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য শোনার জন্য এদিন প্রচুর জনসমাগম হয়। কর্মী সম্মেলন করেই দুর্গাপুরে বিজেপি কার্যত পৌর নির্বাচনের বুথভিত্তিক প্রচার শুরু করে দিল বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

দুর্গাপুরের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী মনোহর কোনার এদিন বিজেপি’তে যোগ দিলেন
Like Us On Facebook