করোনা ভাইরাস আতঙ্কে ব্রয়লার মুরগি অনেকের হেঁসেলে ব্রাত্য। ফলে ফাগুনের ভরা বিয়ের মরসুমেই মিলছে মুরগির চৈত্র সেল। ভাতাড় বজারের এক মাংস বিক্রেতা রীতিমতো পোস্টার, মাইক সহযোগে সেল-এর প্রচারে নামলেন। মাইকে চলছে প্রচার- গোটা মুরগি কেজি প্রতি ৫৫ টাকা আর কাটা মুরগি কেজি প্রতি ১০০ টাকা। চারাপোনার থেকেও দাম কম, তবুও বিক্রি আশাপ্রদ নয়।
দেশ তথা রাজ্যজুড়ে করোনা ভাইরাস ও মরফিন ভাইরাস আতঙ্কের গুজবের জেরে মুরগির মাংস খাওয়া বন্ধ করেছেন অনেকেই। চাহিদা কমে যাওয়ায় মুরগি ব্যবসায়ীদের মাথায় হাত। ফলে বিক্রি বাড়াতে সেল-এর ঘোষণা ভাতাড় বাজারের ব্যবসায়ীর। সাধারণত এই সময় মুরগির যা দাম থাকে তার অর্ধেক দামে বিক্রি করা হচ্ছে গোটা বা কাটা মুরগি। গোটা মুরগি কেজি প্রতি ৫৫ টাকা আর কাটা মুরগি কেজি প্রতি ১০০ টাকা বিক্রি চলছে। করোনা ভাইরাস আতঙ্ক মানুষের মনে এতটাই চেপে বসেছে যে এই দামও মানুষকে আকৃষ্ট করছে না।