দামোদরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। মৃত ছাত্রের নাম দেবজিৎ দাস (১৪)। বাড়ি বর্ধমানের কাঞ্চননগরের খর্গেশ্বরপল্লী এলাকায়। ঘটনাটি ঘটেছে খন্ডঘোষ থানার চরমানা গৈতানপুর এলাকায়। দেবজিৎ রথতলা মনোহর দাস হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, সোমবার দুপুরে দুই বন্ধু দেবজিৎ এবং কৌশিক অধিকারী বাড়ি থেকে সাইকেল নিয়ে গৈতানপুর এলাকায় দামোদর নদের তীরে যায়। দামোদরের জলে স্নান করে দুজনেই পারে উঠে আসে। এরপর পা ধোয়ার জন্য দেবজিৎ ফের দামোদরে নামে। আচমকা সে জলে তলিয়ে যেতে থাকে। কৌশিক দেবজিৎকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় এবং সে চিৎকার করে মাঝিদের ডাকে। মাঝিরা এসে দেবজিৎকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর এলাকার বাসিন্দারা বলেন, ‘যে জায়গায় ছাত্রটি তলিয়ে যায় সেখানে জল বেশি ছিল না। ওই জলে তলিয়ে মারা যাওয়ার কথা নয়। অবৈধভাবে বালি তোলার জন্য ওই জায়গায় খাদের সৃষ্টি হয়েছে। তার ফলেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা।’

Like Us On Facebook