ছোট্ট সারিকার লিভার প্রতিস্থাপনে আর্থিক সাহায্য করতে ইতিমধ্যেই পাশে দাঁড়িয়েছে সারিকার স্কুল, দুর্গাপুর পাবলিক স্কুল। সারিকার লিভার প্রতিস্থাপনে দুর্গাপুর পাবলিক স্কুল কর্তৃপক্ষ সারিকার পরিবারের হাতে তুলে দিয়েছেন ২ লাখ ২৫ হাজার টাকা। মঙ্গলবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল ছোট্ট সারিকাকে সুস্থ জীবনে ফিরিয়ে দিতে তার চিকিৎসায় সাহায্যের জন্য দুর্গাপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছে আবেদন করে সংগৃহীত ২ লাখ টাকা সারিকার দাদু ভৃগুনাথ চৌরাসিয়ার হাতে তুলে দেন। সারিকার স্কুল ও বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল ছোট্ট সারিকার চিকিৎসায় এগিয়ে আসায় সারিকার দাদু কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘যেভাবে সকলে ছোট্ট সারিকার পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য করছেন তাতে আশা করছি খুব শীঘ্রই সারিকা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে।’ ভৃগুবাবু বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালকেও কৃতজ্ঞতা প্রকাশ করে চরম দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।
দুর্গাপুরের এমএএমসির শিবতলা এলাকার বাসিন্দা সারিকা চৌরাসিয়া দুর্গাপুরের দুর্গাপুর পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। জানা গেছে, জন্মের পর থেকেই ছোট্ট সারিকা লিভারের জটিল ব্যাধিতে আক্রান্ত। তাই চিকিৎসকদের পরামর্শে দিল্লির গঙ্গারাম হাসপাতালে লিভার প্রতিস্থাপনের জন্য ভর্তি রয়েছে। ছোট্ট সারিকার ব্যয়বহুল চিকিৎসা করতে করতে সারিকার পরিবার প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। তার উপর লিভার প্রতিস্থাপন করতে ৪৫ লাখ টাকার প্রয়োজন এখন। জানা গেছে, দিল্লির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ইতিমধ্যেই সারিকার লিভার প্রতিস্থাপনে কিছুটা খরচ জোগাতে পাশে দাঁড়িয়েছে। বাকি বিশাল অঙ্কের টাকা জোগাড় করতে সারিকার পরিবার হন্যে হয়ে ঘুরছে। দুর্গাপুরে সারিকার স্কুল, দুর্গাপুর পাবলিক স্কুল সারিকাকে সুস্থ জীবন ফিরিয়ে দিতে ২ লাখ ২৫ হাজার টাকা দিয়েছে বলে দাবি সারিকার দাদু ভৃগুনাথ চৌরাসিয়ার।