কচিকাঁচাদের নিয়ে স্কুল যাওয়ার পথে পুলকারে এক মহিলাকে প্রায়ই গাড়ি চালানোর প্রশিক্ষণ দিতেন পুলকারের চালক। সোমবার সকালে একই ভাবে স্কুল যাওয়ার পথে ওই মহিলার হাতে স্টিয়ারিং দেওয়ার পরই ঘটল দুর্ঘটনা। চিত্রালয় এলাকার রোটারিতে টার্ন নিতে গিয়ে মহিলা পুলকারের নিয়ন্ত্রণ হারিয়ে কচিকাঁচাদের নিয়ে উল্টে যায় পুলকারটি। এই দুর্ঘটনায় ওই গাড়িতে থাকা ১২ জন স্কুল পড়ুয়া অল্পবিস্তর চোট পায়। সকলেই দুর্গাপুরের স্টিল টাউনশিপের জুম ইন্টারন্যাশনাল স্কুলের পড়ুয়া। দুর্ঘটনার পরই স্থানীয় মানুষ উদ্ধার কার্য শুরু করতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে স্কুলের প্রিন্সিপ্যাল সহ অন্যান্য শিক্ষকরা-শিক্ষিকারা ঘটনাস্থলে ছুটে এসে স্কুল পড়ুয়াদের উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
পুলিশ অভিযুক্ত মহিলা সহ পুলকারের চালককে আটক করে থানায় নিয়ে যায়। স্কুলের পড়ুয়ারা সাংবাদিকদের জানায়, স্কুল যাতায়াতের পথে পুলকারের চালক প্রায় দিনই ওই মহিলাকে গাড়ি চালানো শেখায়। পড়ুয়াদের নিয়ে স্কুল যাতায়াতের পথে কচিকাঁচাদের প্রাণের ঝুঁকি নিয়ে পুলকার চালক এক মহিলাকে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। স্কুলের প্রিন্সিপ্যাল আর কে শেখর বলেন, ‘আমরা খবর পেয়ে প্রথমে বাচ্চাদের উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছি। বাচ্চারা সবাই ভালো আছে। বাচ্চাদের বাড়ি পৌঁছে দিয়ে তারপর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’