প্রশাসনিক হস্তক্ষেপে টানা পাঁচদিন পর অচলাবস্থা কাটল দুর্গাপুরের লেনিন সরণির ইন্ডিয়ান অয়েলের বটলিং প্ল্যান্টে। রবিবার থেকে ফের স্বাভাবিক হল পরিবহণ সহ ইন্ডিয়ান অয়েলের বটলিং প্ল্যান্টের সমস্ত কাজকর্ম। চলতি মাসের দশ তারিখ থেকে বটলিং প্ল্যান্টের কর্মচ্যুত বেসরকারি নিরাপত্তারক্ষীদের আইওসি অন্য কাজে নিযুক্ত করবে বলে জানা গেছে। বটলিং প্ল্যান্টের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত সেনাজওয়ানদের হাতে। এই শর্তেই শনিবার দুর্গাপুর মহকুমাশাসকের দফতরে মহকুমাশাসক অনির্বাণ কোলে, ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ, কর্মচ্যুত শ্রমিকদের প্রতিনিধি হয়ে স্থানীয় বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার আইএনটিটিইউসির সভাপতি বিশ্বনাথ পাড়িয়ালের মধ্যে বৈঠক হয়।

বৈঠকে ডিরেক্টরেট জেনারেল রিসেটেলমেন্টের(ডিজিআর) নির্দেশিকা অনুযায়ী অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের যেমন বটলিং প্ল্যান্টের নিরাপত্তা রক্ষী হিসাবে নিয়োগ করা হবে তেমনই ৩৪ বছর ধরে বটলিং প্ল্যান্টে কাজ করা বেসরকারি নিরাপত্তা রক্ষীদেরও বটলিং প্ল্যান্টের ভিতরে অন্য কোন কাজে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার আলোচনা ফলপ্রসূ হতেই বটলিং প্ল্যান্টের কর্মচ্যুত নিরাপত্তারক্ষীদের মুখে হাসি ফোটে। শনিবারের আলোচনা ফলপ্রসূ হওয়ার সূত্রে রবিবার থেকেই ফের ইন্ডিয়ান অয়েলের বটলিং প্ল্যান্টের গেট খুলে যায়। বটলিং প্ল্যান্টের পরিবহণ চালু হয় আগের মতোই।

উল্লেখ্য, নভেম্বর শেষ সপ্তাহে এক নোটিশে বটলিং প্ল্যান্টে ৩৪ বছর ধরে কাজ করা বেসরকারি নিরাপত্তারক্ষীদের পরিবর্তে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নেয় ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। আর তাতেই বটলিং প্ল্যান্টের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন বটলিং প্ল্যান্টের বেসরকারি নিরাপত্তারক্ষীরা।

Like Us On Facebook