মঙ্গলবার ভোররাতে দুর্গাপুরের ২ নং জাতীয় সড়কে ডিএসপির মেনগেট ওভারব্রিজের নীচে আটকে গেল একটি বাতিল বিমান নিয়ে চলা ট্রেলার। জানা গেছে, এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি ভারতীয় ডাক পরিষেবার কাজে ব্যবহার করা হত। পরিত্যক্ত বিমানটির বডি একটি সংস্থা কিনে নেওয়ায় সেটিকে ট্রেলারে চাপিয়ে কলকাতা থেকে ২ নং জাতীয় সড়ক ধরে জয়পুর নিয়ে যাওয়ার সময় মঙ্গলবার ভোররাতে দুর্গাপুরের মেনগেট এলাকায় জাতীয় সড়কের সার্ভিস রোড ধরে চলায় বাতিল বিমান নিয়ে চলা ট্রেলারটি ওভারব্রিজের নিচে আটকে পড়ে। এই ঘটনার পর জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটকে যাওয়া বিমানবাহী ট্রেলারটিকে ওভারব্রিজের নীচ থেকে বের করতে তৎপরতা শুরু করে। পরে ট্রেলারটির টায়ার খুলে ট্রেলারটিকে ওভারব্রিজের নীচ থেকে বের করার চেষ্টা শুরু হয়। এদিকে আস্ত একটা বিমান জাতীয় সড়কের ওভারব্রিজের নীচে আটকে পড়া দেখতে উৎসুক জনতার ঢল নামে মেনগেট এলাকায়।
শেষমেশ, ট্রেলারের চাকা খুলে উচ্চতা কমিয়ে বিমান বাহী ট্রেলারটিকে ওভারব্রিজের আটকে যাওয়া অবস্থা থেকে বের করা হয়। ন্যাশনাল হাইওয়ে অথরিটির কর্তব্যরত পরিকল্পনা আধিকারিক সুমিত মুখার্জী বলেন, ‘বাতিল বিমানটিকে জাতীয় সড়কের উপর দিয়ে নিয়ে যাওয়ার আগে ট্রান্সপোর্ট এজেন্সীর আমাদের সঙ্গে পরামর্শ করা উচিত ছিল। বা বিকল্প রাস্তা দিয়ে ট্রেলারটিকে নিয়ে যাওয়ার কথা ভাবা উচিত ছিল। ওই সংস্থা রোড সার্ভে করেননি বা আমাদের কাছে পরামর্শ চাননি। তাই অভিজ্ঞতার অভাবে যা হওয়ার ছিল তাই হয়েছে। মেনগেটের ওভারব্রিজের উচ্চতা স্ট্যান্ডার্ড তাও আটকে গেল বিমানবাহী ট্রেলারটি। কাজোড়ার ওভারব্রিজটি আরো নীচু। তাই এখান থেকে বের হলেও বিমানবাহী ট্রেলারটিকে আমরা আর আগে যেতে দেব না। ট্রান্সপোর্ট এজেন্সীকে আমরা ডেকে পাঠিয়েছি।’