বর্ধমানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। মৃতদের নাম উমেশ চৌধুরী (২১) ও শিবা চৌধুরী (৩১)। বাড়ি অন্ডালের শ্রীরামপুর মানায়। দুর্ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুরের ভিড়িঙ্গী এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমানের অনুষ্ঠান সেরে একটি স্করপিও গাড়িতে ৬ ব্যক্তি অন্ডালের শ্রীরামপুরে নিজেদের বাড়ি ফিরছিলেন। ফেরার পথে শনিবার ভোরে ভিড়িঙ্গী এলাকায় জাতীয় সড়কে স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। স্করপিও গাড়িটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির আরোহীরা গুরুতর জখম হন। খবর পেয়ে ফরিদপুর ফাঁড়ির পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ভর্তি করে। হাসপাতালে নিয়ে গেলে গাড়ির চালক ও সামনে বসা অপর এক যুবককে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাকি চার জনকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

Like Us On Facebook