আই কিউ সিটি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে এক রোগীর হাত বাদ যেতে বসেছে বলে অভিযোগ। খোদ রোগী এই রকমই গুরুতর অভিযোগ জানান দুর্গাপুরের মহকুমাশাসককে। জানা গেছে সোমবার দুর্গাপুর মহকুমা কার্য্যালয়ে রোগী নিজেই এসে মহকুমাশাসককে তার হাতের দুরবস্থার কথা জানান। মহকুমাশাসক শঙ্খ সাঁতরা হাসপাতাল কর্তৃপক্ষকে নিখরচায় রোগীর হাতের চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ নেবার কড়া নির্দেশ দেন। জানা গেছে কাঁকসার সুকনার বাসিন্দা তপন বাউরি শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ২০ ডিসেম্বর বিধাননগরের ইএসআই হাসপাতালে ভর্তি হন। সমস্যা বাড়লে ইএসআই হাসপাতাল তাঁকে দুর্গাপুরের আই কিউ সিটি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। এরপর ওই হাসপাতালের চিকিৎসায় শ্বাসকষ্টজনিত সমস্যা মিটে গেলেও হাতে স্যালাইন ও ইনজেকশনের জন্য তৈরি করা চ্যানেল বিনা কারনণ রেখে দেওয়া হয় বলে রোগী তপন বাউরির অভিযোগ। এর ফলে ওই হাত ক্রমেই অসাড় হতে থাকে বলে অভিযোগ। এর পর ওই অসাড় হাতেই হাসপাতালে পরে একটি ইনজেকশন দেবার পর তপনবাবুর হাতটিতে অসহ্য জ্বালা ও যন্ত্রনা শুরু হয় এবং হাতের আঙ্গুলগুলি নীল হয়ে যায়। তপন বাবুর আরো অভিযোগ চিকিৎসকরা ভুল বুঝতে পেরে তপন বাবুকে হাতের আঙ্গুল বাদ দেবার জন্য জোর করে বন্ডে সই করে দিতে চাপ দিতে থাকে পরিবারের লোকজনকে। এরপর আই কিউ সিটি হাসপাতাল ছেড়ে তপনবাবুর পরিবার ভয়ে ফের ইএসআই হাসপাতালে নিয়ে এলে তপনবাবুকে চিকিৎসা বিভ্রাটের কথা জানান ইএসআই হাসপাতালের চিকিৎসকরা বলে জানান তপনবাবু মহকুমাশাসককে। মহকুমা শাসক শঙ্খ সাঁতরা বলেন, ‘আই কিউ সিটি হাসপাতাল কর্তৃপক্ষকে আগে রোগীকে নিখরচায় সুস্থ করার নির্দেশ দিয়েছি, তার পর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহকুমা শাসক।’ মহকুমাশাসকের কড়া নির্দেশের পর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর যাবতীয় চিকিৎসার দায়িত্ব নিয়েছে বলে জানা গেছে।
Like Us On Facebook