ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে চারজনকে দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুরের কমলপুর এলাকার দশেরবাঁধে বিশেষ অভিযান চালিয়ে সোমবার রাতে ধরে ফেলে। ধৃতদের মঙ্গলবার সকালে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করা হয়। জানা গেছে, চারজনের মধ্যে তিনজন দুর্গাপুরের ফরিদপুরের আরতি গ্রামের বাসিন্দা। নাম শেখ মুশেফ, শেখ আজমত, শেখ নাসিম এবং একজন বীরভূমের ইলামবাজারের বাসিন্দা। নাম আশরাফ মন্ডল।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ গোটা দশেরবাঁধ এলাকা ঘিরে অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্যকে ধরে। ধৃতদের কাছ থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। ধৃতরা বিভিন্ন ডাকাতি ও গরু চুরির অভিযোগে অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে গোটা চক্রটিকে ধরতে তৎপরতা শুরু করেছে পুলিশ।
Like Us On Facebook